Published :
Updated :
আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, রমজানের আগেই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে।
ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারিত হয়।
প্রধান উপদেষ্টা তার ভাষণে শান্তিপূর্ণ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি দেন এবং বলেন, এই নির্বাচনই হবে গণতন্ত্রের নবযাত্রার সূচনা।