Published :
Updated :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজ শনিবার (২৬ জুলাই) কিশোরগঞ্জে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে শুক্রবার (২৫ জুলাই) বিকেলে শহরের আখড়াবাজার মুক্তমঞ্চে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা এনসিপি। সেখানে জানানো হয়, মৌলভীবাজার থেকে দুপুরে যাত্রা শুরু করে কেন্দ্রীয় নেতারা সন্ধ্যার মধ্যে কিশোরগঞ্জে পৌঁছাবেন।
এরপর পুরাতন স্টেডিয়ামে সংক্ষিপ্ত জমায়েত শেষে পদযাত্রা শুরু হয়ে পুরান থানায় গিয়ে শেষ হবে। পদযাত্রা শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজি বারী, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।