Published :
Updated :
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার কাতারের দোহায় অনুষ্ঠিত ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববাসীর উদ্দেশে বলেন, বাংলাদেশ এখন এমন এক পর্যায়ে রয়েছে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে। এই চুক্তি হবে এমন, যেখানে রাষ্ট্র ও জনগণ বিশেষ করে তরুণরা একসঙ্গে ন্যায়বিচার, মর্যাদা ও সুযোগের ভিত্তিতে ভবিষ্যৎ গড়ে তুলবে।
তিনি বলেন, আমরা চাই পৃথিবীর জন্য আশার বাতিঘর হয়ে উঠতে। এর জন্য প্রয়োজন নতুন করে একটি অন্তর্ভুক্তিমূলক সামাজিক চুক্তি গঠন, যেখানে সামাজিক ব্যবসা, আর্থিক অন্তর্ভুক্তি ও মাইক্রোফাইন্যান্স থাকবে প্রান্তিক জনগণের উন্নয়নের মূল কেন্দ্রবিন্দুতে।
ড. ইউনূস আরও বলেন, এখন সময় এসেছে একটি সহনশীল, টেকসই এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, আমরা এমন এক সময় পার করছি, যেখানে জলবায়ু পরিবর্তন, ভূ-রাজনৈতিক উত্তেজনা, মানবিক সংকট এবং বহুপাক্ষিকতার দুর্বলতা আমাদের উন্নয়নকে হুমকির মুখে ফেলছে।
এই প্রেক্ষাপটে তিনি বিশ্বব্যাপী ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, “ভবিষ্যৎ উত্তরাধিকার হিসেবে পাওয়া কিছু নয়, বরং এটি আমাদের তৈরি করতে হয়। আমাদের প্রত্যেকেরই তাতে ভূমিকা রয়েছে।”
তিনি বলেন, চ্যালেঞ্জ বড় হলেও আমাদের উদ্ভাবনী ক্ষমতা, সহমর্মিতা ও সম্মিলিত প্রয়াস দিয়ে তা মোকাবিলা করা সম্ভব।
ড. ইউনূস কাতার ফাউন্ডেশন এবং এর নেতাদের ধন্যবাদ জানান এ সম্মেলনের আয়োজনের জন্য এবং বলেন, এটি উদ্ভাবন, ঐতিহ্য এবং অংশীদারিত্বের মাধ্যমে বৈশ্বিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো “আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান”, যা একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করছে।