Bangla
6 days ago

আরও ৪২ মেট্রিক টন আলু গেল নেপালে

Published :

Updated :

ভৌগলিক অবস্থানগত দিক থেকে আমদানি-রপ্তানীতে গুরুত্বপূর্ণ উত্তরের চারদেশিয় স্থলবন্দর বাংলাবান্ধা। বন্দরটি দিয়ে বুধবার (৫ ফেব্রæয়ারি) বিকেলে নেপালে আরও ৪২ মেট্রিক টন আলু পাঠানো হয়েছে। থিংকস টু সাপ্লাই নামের একটি রপ্তানীকারক প্রতিষ্ঠানের মাধ্যমে আলুগুলো প্রেরণ করেছে আলম এন্টারপ্রাইজ নামের একটি সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান।

বিকেলে সিএন্ডএফ এজেন্টের সোহেল রানা প্রতিবেদককে বলেন, আমরা থিংকস টু সাপ্লাই নামের রপ্তানীকারক প্রতিষ্ঠানের মাধ্যমে আলুগুলো নেপালের অপেক্ষা সবজি ভান্ডারে পাঠালাম। আলুগুলো রংপুর বিভাগের বিভিন্ন এলাকার বলে তিনি জানান।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন বলেন, আজও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে ৪২ মেট্রিক টন আলু নেপালে পাঠানো হয়েছে। আলু পাঠানোর আগে কোয়ারিনটিনে তা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে।

দেশের চারদেশিয় এ স্থলবন্দরটিতে  ৯৫ শতাংশই পাথর নির্ভর হলেও বাংলাদেশ থেকে বেশ কয়েকটি পণ্য রপ্তানী হচ্ছে ভারত ও নেপালে। পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে ভারত ও নেপালে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের ¯িøপার, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, আজকেও নেপালে ৪২ মেট্রিক টন আলু রপ্তানির জন্য পাঠানো হয়েছে। এর আগে ১৯ জানুয়ারিতে বন্দরটি দিয়ে একই প্রতিষ্ঠান নেপালে ৪২ মেট্রিক টন আলু রপ্তানী করেছে।

Share this news