Bangla
3 days ago

আরও ৪৪ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ

Published :

Updated :

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফের ৪৪ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে। নিরাপত্তা ও আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত দিয়ে এই ঘটনা ঘটেছে।  

বাসসের এক প্রতিবেদন অনুসারে, সীমান্ত দিয়ে ঢুকে পড়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ৪৪ জনকে আটক করেছে।

বিজিবি-৫২ এর ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, "আমরা তাদের আটক করেছি... তাদের জাতীয় পরিচয় নিশ্চিত করার জন্য জিজ্ঞাসাবাদ করছি।" 

তিনি বলেন, ৪৪ জনের মধ্যে ১৩ জন পুরুষ, ১৮ জন মহিলা এবং বাকি ১৩ জন শিশু।

তাদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Share this news