Bangla
2 days ago

আশাব্যঞ্জক সাফল্যে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশের নারী দল

Published :

Updated :

বাংলাদেশ নারী ফুটবল দল এক ম্যাচ হাতে রেখেই এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছিল। আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচে ৭-০ গোলের বড় জয় নিয়ে বাছাই পর্বের মিশন শেষ করেছে পিটার বাটলারের শিষ্যরা।

সি গ্রুপ থেকে তিন ম্যাচে শতভাগ জয় ও ১৬ গোল করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। জবাব দিতে পেরেছে শুধু মিয়ানমার, একটি গোল দিয়ে। বাকি দুই ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তানকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের মেয়েরা।

মিয়ানমারের ইয়াঙ্গুন স্টেডিয়ামে আজকের ম্যাচে প্রথমার্ধেই বাংলাদেশ ৭ গোল করে। গোলের সূচনা ৩ মিনিটে স্বপ্নার পা থেকে। এরপর শামসুন্নাহার (৬ ও ১৩), মনিকা (১৬), ঋতুপর্ণা (১৭ ও ৪২), এবং তহুরা খাতুন (২০) আরও গোল করে স্কোরবোর্ড সমৃদ্ধ করেন।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও জয় নিশ্চিত হয়। বাংলাদেশ চাইলে এ ম্যাচে ডাবল ডিজিট গোল করেই সর্বোচ্চ ব্যবধানে আন্তর্জাতিক জয়ের রেকর্ড গড়তে পারত।

বিগত দুটি বাছাইয়ে কোনো ম্যাচ না জেতা বাংলাদেশ এবার প্রমাণ করেছে তারা এশিয়ার ফুটবলে উন্নতির পথে। বিশেষ করে নিয়মিত এশিয়ান কাপ খেলা স্বাগতিক মিয়ানমারকে হারানো ছিল বড় অর্জন।

দলটি আগামীকাল মিয়ানমার থেকে দেশে ফিরছে। মধ্যরাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বাফুফে জানিয়েছে, রাতেই ফুটবলারদের সম্মাননা দেওয়া হবে।

Share this news