বাকৃবির কৃষি কন্যা হলের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ
Published :
Updated :
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি কন্যা হলে স্নাতক প্রথম বর্ষের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জয়নুল আবেদিন মিলনায়তনে নবীনবরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি অনুষদের শিক্ষক মিস পপি খাতুনের সঞ্চালনায় ও হল প্রভোস্ট অধ্যাপক ড. আনিসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। এছাড়াও হলের হাউস টিউটর, নবীন শিক্ষার্থী, হল কর্মকর্তা ও কর্মচারীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রভোস্ট অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ' ৫ আগস্টের পর র্যাগিং কালচার সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে। কাজেই পড়াশুনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হয়েছে। এছাড়াও র্যাগিং কালচার এর মতো মাদকদ্রব্য পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে । অতি শীঘ্রই হলে ক্যান্টিন সুবিধা চালু হবে।'
ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন,'মেয়েদের হলের আবাসন সমস্যা সমাধানের জন্য আরো দুইটি নতুন হল করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি হলগুলোর কাজ সম্পূর্ণ হয়ে গেলে আবাসন সমস্যার সমাধান হবে। তিনি আরো বলেন,' আজ থেকে রোজি জামাল হলের নতুন নাম কৃষি কন্যা হল।'