Bangla
5 days ago

বাংলা একাডেমি সংস্কার কমিটি গঠন

Published :

Updated :

বাংলা একাডেমির কার্যক্রমে সময়োপযোগী গুণগত পরিবর্তন ও সংস্কারের লক্ষ্যে লেখক ও গবেষক ফয়জুল লতিফ চৌধুরীকে সভাপতি করে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার (৭ জুলাই) সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, কমিটি বাংলা একাডেমির আইন, কাঠামো ও কার্যক্রম পর্যালোচনা করে প্রস্তাবনা দেবে এবং প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন কবি ও সম্পাদক আবদুল হাই শিকদার, অধ্যাপক সলিমুল্লাহ খান, অধ্যাপক সুমন রহমান, পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, কবি ব্রাত্য রাইসু, মাহাম্মদ রোমেল ও মাহবুব মোর্শেদ, বাসস এমডি লতিফুল ইসলাম শিবলী, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আফসানা বেগম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আল মামুন, লেখক ও অধ্যাপক সাখাওয়াত টিপু, রিফাত হাসান, এহসান মাহমুদ, কাজী জেসিন, আহমাদ মোস্তফা কামাল, অধ্যাপক জাভেদ হুসেন এবং গবেষক ও অনুবাদক সহুল আহমদ মুন্না।

বাংলা একাডেমি এই কমিটিকে প্রয়োজনীয় সকল সাচিবিক সহায়তা দেবে।

Share this news