Bangla
3 months ago

বাংলাদেশ মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ফাইল ছবি।
ফাইল ছবি।

Published :

Updated :

“দক্ষ সংগঠক গড়ে তুলি,সংগঠনকে সংহত করি" স্লোগানের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। 

আজ ৪ এপ্রিল ২০২৫ (শুক্রবার)  সকাল ১১:০০ টায় সংগঠনের  উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে পতাকা উত্তোলন কর্মসূচির মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন  সাধারণ সম্পাদক মালেকা বানু। উদ্বোধনী  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।  অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সংগঠন সম্পাদক উম্মে সালমা বেগম।

জাতীয় সংগীত পরিবেশন করেন ঢাকা মহানগর কমিটির সদস্য সৈয়দা রত্না ও মাধবী বণিক  এবং   রোকেয়া সদনের তত্ত্বাবধায়ক অশ্রু ভট্টাচার্য।    

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, " বাংলাদেশ মহিলা পরিষদ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ দুটি একই সময়ে একই সাথে হাত ধরাধরি করে চলছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে নারীর চেতনার যে জাগরণ ঘটেছিল তাকে কেন্দ্র করে গড়ে ওঠে বাংলাদেশ মহিলা পরিষদ । মুক্তিযুদ্ধের চেতনার বিকাশের সাথে সাথে নারীর শক্তি সংগঠিত হয়েছে, নারী আন্দোলন অগ্রসর হয়েছে এবং বাংলাদেশের অগ্রগতির প্রতিটি পর্যায়ে নারীর অবদান  দৃশ্যমান হয়েছে ঠিকই । তবে  একই সাথে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় যেমন সংকট তৈরি হয়েছে তেমনি নারীর জীবনে চলার ক্ষেত্রেও অনেক সংকট তৈরি হয়েছে।" 

তিনি আরও জানান, " বাংলাদেশ মহিলা পরিষদ  মনে করে যে কোন সংকটকে মোকাবেলা করার জন্য একটা সুনির্দিষ্ট লক্ষ্য ধরে আগাতে হয় এবং সেই লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করতে হয়।  তিনি এসময় বলেন সমাজে মানবাধিকার যতদিন প্রতিষ্ঠা না হবে  ততদিন মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সাথে সাথে নারীর  অধিকার প্রতিষ্ঠার সংগ্রামও চলতে থাকবে।  তিনি সকলকে  ঐক্যবদ্ধভাবে নারীর সংগ্রামকে অগ্রসর করে নিয়ে যাওয়ার আহ্বান জানান।"   

এ ছাড়া তিনি বলেন, আমরা আমাদের সংগঠনে সুফিয়া কামাল, হেনা দাস, মনোরমা বসু  এবং আয়শা খানমের  নেতৃত্বকে পেয়েছি যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের।  আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন দিনে আমরা স্মরণ করি আমাদের বাংলাদেশের তৃণমূলের সকল মা বোনদের, যারা অক্লান্ত পরিশ্র্রম করে, নানা ত্যাগ স্বীকার করে আজকে মহিলা  পরিষদকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন।" 

এ সময় অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ, সম্পাদকমন্ডলী, ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটির সদস্য, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক উপস্থিত ছিলেন।

Share this news