বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য সার্বভৌমত্বে আঘাতের শামিল: পররাষ্ট্র মন্ত্রণালয়

Published :
Updated :

সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের নির্বাচন ও বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেছে। এগুলো আমাদের অভ্যন্তরীণ বিষয়।দেশটির এ ধরনের মন্তব্য অন্যদেশের সার্বভৌমত্বে আঘাতের শামিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।
বৃহস্পতিবার (১৩ মার্চ) মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিজিবি-বিএসএফ বৈঠকে সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে আলোচনা হয়েছে। সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের ব্যাপারে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। ফারাক্কার চুক্তির আওতায় সঠিকভাবে পানি ভাগ হচ্ছে।
তবে গঙ্গার পানির প্রবাহ কম হওয়ায় উদ্বেগ জানানোর পাশাপাশি দেশটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ সময় শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে দেশটির কাছ থেকে কোনোও উত্তর পাওয়া যায়নি বলেও জানান তিনি।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সফর রোহিঙ্গা সংকট নিরসনে ভূমিকা রাখবে জানিয়েন তিনি বলেন, অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সমস্যাকে অগ্রাধিকার দিয়ে দেখছে। তাদের প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ও বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশ মনে করে, আমাদের অভ্যন্তরীণ বিষয়। এ ধরনের মন্তব্য অন্যদেশের সার্বভৌমত্বে আঘাতের সামিল। আশা করি ভারত এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে।

For all latest news, follow The Financial Express Google News channel.