Bangla
2 days ago

বাংলাদেশ পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজির বদলি

Published :

Updated :

বাংলাদেশ পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি করা হয়েছে।

বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার জারি করা এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়।

বদলি হওয়া অতিরিক্ত ডিআইজিদের মধ্যে মো. ইকবালকে ট্যুরিস্ট পুলিশ থেকে ঢাকা ১২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), একেএম মোশাররফ হোসেন মিয়াজীকে টিডিএস থেকে ঢাকা এসবির অতিরিক্ত ডিআইজি, মো. আব্দুর রাজ্জাককে ঢাকার পুলিশ স্টাফ কলেজ থেকে আরআরএফের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), মোহাম্মদ হারুন-অর-রশিদকে সিআইডি থেকে ঢাকা ৫ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), মো. মিজানুর রহমানকে ঢাকা এসবি থেকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি, সৈয়দা জান্নাত আরাকে সিআইডি থেকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি, শামীমা আক্তারকে ঢাকা ৫ এপিবিএন থেকে ঢাকা অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি, মোহাম্মদ মোখলেছুর রহমান ঢাকা এসবি থেকে খাগড়াছড়ির এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি, এ এইচ এম আবদুর রকিবকে ঢাকা এসবি থেকে নোয়াখালী পিটিসির অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

উপ-সচিব মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Share this news