
Published :
Updated :

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান করে এবং অন্যদের কাছ থেকেও একই সম্মান প্রত্যাশা করে।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি লিখেন, "বাংলাদেশ সকল স্বার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে সম্মান করে এবং অন্যদের কাছ থেকেও একই প্রত্যাশা করে।"
তিনি জানান, বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমান যেসব মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত।
শফিকুল আলম বলেন, "অন্তর্বর্তী সরকার কোনোভাবেই তার বক্তব্যের সাথে একমত পোষণ করেনা।"
তিনি আরও বলেন, "মেজর জেনারেল ফজলুর রহমানের ব্যক্তিগত মতামতকে সরকারের মতামত হিসেবে বিবেচনা না করার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।"

For all latest news, follow The Financial Express Google News channel.