Published :
Updated :
ঢাকা-বেইজিং কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীন সরকার বাংলাদেশকে উপহার হিসেবে একটি ১ হাজার শয্যার হাসপাতাল দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, হাসপাতালটি রংপুরে নির্মাণ করা হবে এবং এর জন্য সরকার জমি খুঁজছে।
তিনি জানান, জুলাই-আগস্টের আন্দোলনে আহতদের চিকিৎসা সংক্রান্ত সার্বিক পরিস্থিতিও সরকারের পক্ষ থেকে নজরে রাখা হচ্ছে।
নূরজাহান বেগম আরও জানান, সরকারের অনুরোধে চীন একটি রোবোটিক ফিজিওথেরাপি সেট উপহার হিসেবে দিচ্ছে, যা ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। সেটটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পূর্বের বিএসএমএমইউ) স্থাপন করা হবে।
তিনি বলেন, আহত ব্যক্তিরা সেখানে প্রয়োজনীয় ফিজিওথেরাপি নিতে পারবেন এবং মেশিন পরিচালনার জন্য একটি দলকে প্রশিক্ষণ দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ আবুল খায়ের, জাতীয় ট্রমাটোলজি ও অর্থোপেডিক পুনর্বাসন ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. আবুল কেনান এবং প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ।