Bangla
3 days ago

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালুর সম্ভাবনা মালয়েশিয়ায়

Published :

Updated :

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালুর সম্ভাবনা তৈরি হয়েছে, যা তাদের সে দেশের দ্রুত সম্প্রসারণশীল অর্থনীতিতে উচ্চদক্ষতা সম্পন্ন চাকরির সুযোগ করে দেবে।

মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি-তে দেশটির উচ্চশিক্ষামন্ত্রী জামব্রি আবদুল কাদিরের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ আগস্ট)  প্রধান উপদেষ্টা কার্যালয়ের এক মুখপাত্র এ তথ্য জানান।

আইন, বিচার ও প্রবাসী নিয়োগ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “আমাদের বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। নীতিগতভাবে মন্ত্রী গ্র্যাজুয়েট পাস ভিসা দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন। তবে নীতিটি কার্যকর করতে উভয় দেশের পক্ষ থেকেই কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।”

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন। বর্তমানে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত। যদিও অন্যান্য দেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ার শ্রমবাজারে কাজের সুযোগ পান, তবে এতদিন বাংলাদেশি শিক্ষার্থীদের সে সুযোগ ছিল না।

এর আগে বুধবার সকালে কুয়ালালামপুরের একটি হোটেলে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাধলিনা বিনতি সিদেক-এর সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস। সেখানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও কলেজে বৃত্তির সুযোগ বাড়ানোসহ দ্বিপাক্ষিক শিক্ষাবিষয়ক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

অধ্যাপক ইউনূস শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণের ওপর জোর দেন। একইসঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশি ডিগ্রির স্বীকৃতি চায় ঢাকা।

বৈঠকে মালয়েশিয়ান শিক্ষামন্ত্রী বৈশ্বিক দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে ড. ইউনূসের ‘থ্রি জিরো’ (তিন শূন্য) কর্মসূচিতে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় ড. ইউনূস মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীকে ঢাকায় সফরের আমন্ত্রণ জানান, যাতে দ্বিপাক্ষিক শিক্ষা সহযোগিতা আরও জোরদার করা যায়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্বালানিবিষয়ক উপদেষ্টা ফউজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।

mirmostafiz@yahoo.com

Share this news