Bangla
2 days ago

বগুড়ায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

Published :

Updated :

বগুড়ার শেরপুর থানা পুলিশ বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় রফিকুল ইসলাম (৫২) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে। রফিকুল ইসলাম ১০ নম্বর শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ২০২৪ তারিখে শেরপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে রফিকুল ইসলামের নাম উল্লেখ ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশের একটি দল আজ ১৮ মে ২০২৫ তারিখ রাত ১২টা ১০ মিনিটে আন্দিকুমড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে রফিকুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলামের পিতার নাম আজিজুর রহমান এবং তার বাড়ি শেরপুর উপজেলার আন্দিকুমড়া গ্রামে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, “বিস্ফোরক দ্রব্য আইনে তার বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।” 

anambba@gmail.com 

Share this news