Bangla
16 days ago

বগুড়ায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

Published :

Updated :

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং তার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
 
গতকাল সোমবার (১১ আগস্ট) বিকেল ৫টায় এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
 
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু।
 
এছাড়াও প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন শাহ বন্দেগি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মির্জা বাবুল, আজকের পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি রঞ্জন কুমার দে, দৈনিক প্রথম আলোর উপজেলা প্রতিনিধি সবুজ চৌধুরী, চাঁদনী বাজার পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি এনামুল হক, দেশের কণ্ঠ পত্রিকার রুহুল আমিন, দৃষ্টি প্রতিদিনের আবু বক্কর সিদ্দিক, প্রতিদিনের কাগজের জাহিদুল ইসলাম, জাতীয় অর্থনীতির রায়হান পারভেজ কমল, সকলের খবরের ফারুক হোসেন, আজকের বসুন্ধরার ইফতেখার আলম, রাশেদুল ইসলাম এবং এটিএন বাংলার শেরপুর উপজেলা প্রতিনিধি।
 
মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
 

Share this news