Bangla
3 days ago

বগুড়ায় বাসের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু, তিনজন আশঙ্কাজনক

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

Published :

Updated :

বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা গ্রামবাসীকে শোকে মুহ্যমান করেছে। মাকে হাসপাতালে দেখে ফেরার পথে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ভাই মোঃ আকাশ (২৫) ও মোঃ আরিফ (২১)। একই দুর্ঘটনায় তাদের মামাসহ আরও তিনজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে।

ঘটনাটি ঘটেছে শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টায়, বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের প্রয়াস স্কুলের সামনে হাইওয়ে পাকা রাস্তায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অসুস্থ মাকে হাসপাতালে দেখে ফেরার পথে দ্রুতগতির যাত্রীবাহী বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর বাসটি দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে।

সিএনজিতে থাকা ৫ যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই নিহত হন আকাশ। পরে স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ছোট ভাই আরিফকেও মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

আহতদের মধ্যে রয়েছেন হায়দার আলী (৫০), পিতা- মৃত আমজাদ সরকার, আব্দুল আজিজ (৩৮), পিতা- মৃত আমজাদ সরকার, পলাশ (৩৫), পিতা- আব্দুল বারি। তিনজনই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। নিহত দুই ভাইয়ের বাবা হযরত আলী বারবার মূর্ছা যাচ্ছেন। একসঙ্গে দুই ছেলেকে হারিয়ে শোকে পাথর পুরো পরিবার।

শেরপুর হাইওয়ে পুলিশের এসআই আল-আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কবলিত সিএনজিটি বর্তমানে শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালানো হয়। আমরা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

anambba@gmail.com 

Share this news