Bangla
13 hours ago

বগুড়ায় বিদ্যুতের ফাঁদে প্রাণ গেল লিপির

Published :

Updated :

বগুড়ার শেরপুরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ হারিয়েছেন লিপি আক্তার (৩৫)। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ভবানীপুর ইউনিয়নের ইটালি এলাকায় আব্দুল মোমেন কোম্পানির মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত লিপি আক্তার ইটালীপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী। সংসারের অভাব-অনটনে তিনি দিনমজুরের কাজ করতেন এবং মাঠে ঘাস-শাক কেটে জীবিকা নির্বাহ করতেন।

সেদিন সকালেও তিনি ঘাস কাটতে মাঠে যান। টানা বৃষ্টির কারণে মাঠজুড়ে পানি জমে ছিল। অজান্তেই তিনি পানির নিচে পড়ে থাকা বিদ্যুতের তারে পা জড়ান। মুহূর্তের মধ্যেই বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। 

anambba@gmail.com 

Share this news