Bangla
2 days ago

বগুড়ায় বিস্ফোরক ও সহিংসতার মামলায় মহিলা আ. লীগের দুই নেত্রী গ্রেফতার

Published :

Updated :

বগুড়ার শেরপুর থানায় দায়েরকৃত বিস্ফোরক ও সহিংসতার মামলায় মহিলা আওয়ামী লীগের দুই নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ মে) গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোমেনা খাতুন (৫৩) সাবেক সম্পাদিকা, মহিলা আওয়ামী লীগ (সীমাবাড়ী ইউনিয়ন শাখা) এবং শিখা খাতুন (৪৭), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, শেরপুর উপজেলা।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের একটি মামলায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ব্যবহার, মারধর এবং সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ রয়েছে। মামলাটি বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫ ধারায় তদন্তাধীন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, রাত ২:৪৫ এর দিকে মোমেনা খাতুন এবং রাত ৩:০০ এর দিকে শিখা খাতুনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর ১১ মে সকালে তাদের আদালতে হাজির করা হয়েছে। ওসি আরও জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

Share this news