Bangla
8 months ago

বগুড়ায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Published :

Updated :

বগুড়ার শেরপুর উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুরের মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে শেরপুর শহরের একটি বাস কাউন্টারে অবস্থানকালে স্থানীয় বিএনপি সমর্থকরা তাকে শনাক্ত করে পুলিশে খবর দেয়। পরে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

সোহেল রানা বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি। এই মামলাটি দায়ের করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, বিএনপির মিছিলে হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় সোহেল রানার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সোহেল রানাকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। একই মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

anambba@gmail.com 

Share this news