Published :
Updated :
বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক বোট ক্লাবের লেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি পানিতে ভেসে থাকতে দেখা যায়।
সৌমিক বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামের তৌফিকুর রহমানের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বিষয়ে গ্র্যাজুয়েশন শেষ করে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যার পর বগুড়া শহরের জলেশ্বরীতলার বাসা থেকে হাঁটতে বের হন সৌমিক। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ওই রাত থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন শুক্রবার তার বাবা বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেছেন। সৌমিকের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।