Bangla
7 days ago

বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতলো ভবানীপুর ইউনিয়ন একাদশ

Published :

Updated :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর দক্ষিণ শাখার আয়োজনে অনুষ্ঠিত "জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট"-এর ফাইনাল খেলায় সিমাবাড়ী ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভবানীপুর ইউনিয়ন একাদশ।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার আশঁগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

শেরপুর উপজেলা দক্ষিণ শাখার সভাপতি তানজিল সরকার-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি আহসান হাবিব-এর সঞ্চালনায় আয়োজিত এই ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান।

খেলায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ। এছাড়া বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর শহর শাখার সভাপতি রাফিউজ্জামান।

টুর্নামেন্টের সফল সমাপ্তি এবং ভবানীপুর ইউনিয়ন একাদশকে অভিনন্দন জানিয়ে তানজিল সরকার জানান, এই টুর্নামেন্ট শুধু একটি খেলাধুলার ইভেন্ট নয়, জুলাই মাসে আমরা তাদের স্মরণ করি, যারা দেশ ও জাতির জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। তাদের ত্যাগ ও আদর্শ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়।

Share this news