Published :
Updated :
বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি কলোনি এলাকায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় মাইসা নামে ৪ বছরের এক শিশু প্রাণ হারিয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। নিহত মাইসা স্থানীয় বাসিন্দা মামুনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় দোকানদার বাদশা জানান, টুনিপাড়া থেকে আসা একটি লাল রঙের মোটরসাইকেল দ্রুতগতিতে গোসাইবাড়ি বটতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাদশার দোকানের সামনে রাস্তা পার হচ্ছিল শিশু মাইসা। এ সময় মোটরসাইকেলের চালক শুভ (২৮) নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় মাইসা রাস্তায় ছিটকে পড়ে এবং মোটরসাইকেলটি তার ওপর পড়ে যায়।
স্থানীয়রা তৎক্ষণাৎ মাইসাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই চালক শুভ মোটরসাইকেল ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। চালককে শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
anambba@gmail.com