Published :
Updated :
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনায় যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, উদ্ধার কার্যক্রম ও অন্যান্য জরুরি সেবা দ্রুত নিশ্চিত করতে জোন-১ (উত্তরা) এর সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। তিনি আরও বলেন, ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ সংশ্লিষ্ট সব শাখা এ সংকট মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে।
এর আগে দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রশাসক মোহাম্মদ এজাজ। শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি সকলকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি।