Published :
Updated :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বোর্ডের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন।
স্থানীয় সংবাদ পোর্টালগুলো জানিয়েছে, জালাল ইউনুস এনএসসি-মনোনীত পরিচালক হওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এনএসসি মনোনীত আরেক পরিচালক সাজ্জাদুল আলমও তার পদ থেকে পদত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।
তাদের পদত্যাগের ফলে ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি নিয়োগের পথ সুগম হবে। জালাল ইউনুস ও সাজ্জাদুল আলমের পদত্যাগের পর এনএসসি বিসিবির জন্য নতুন দুই পরিচালক মনোনীত করবে। তাদের মধ্যে একজন হবেন রাষ্ট্রপতি।