Bangla
15 hours ago

বঙ্গভবনের মোড়ে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

Published :

Updated :

রাজধানীর পল্টন থানাধীন বঙ্গভবন মোড়ে ট্রাকচাপায় প্রান্ত পাল (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) গত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় প্রান্তপালকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত প্রান্ত সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গোনাকরকাঠি গ্রামের উজ্জ্বল পালের ছেলে।

উজ্জ্বল পাল বলেন, রাতে ঝালমুড়ি বিক্রি শেষে আমি আর আমার ছেলে সাইকেলে বাসায় ফিরছিলাম। বঙ্গভবনের মোড় পার হওয়ার সময় হঠাৎ একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটকে পড়ে আমার ছেলে মাথায় গুরুতর আঘাত পায়। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত কিশোরের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্টন থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Share this news