Published :
Updated :
নাটোরের বড়াইগ্রাম উপজেলার সকল ভূমি অফিসে ৩দিন ব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে।
রবিবার সকালে উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ ভূমি মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। ভূমি মেলা উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
পরে কার্যালয় প্রাঙ্গণে 'ভূমি সেবা অটোমেশন: বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথ-নকশা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাব রেজিস্ট্রার হাবিবুর রহমান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সেবাগ্রহিতাগণ।
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উপজেলার সকল ভূমি অফিসে ওয়ান স্টপ সার্ভিস, জমি বিষয়ে পরামর্শ প্রদান সহ বিভিন্ন সেবা কার্যক্রম চলমান থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।