Bangla
2 days ago

ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

Published :

Updated :

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে স্থানীয়রা মরদেহ দুটি উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।

নিহত দুই শিশু ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮) চর জলাঙ্গারকুঠি গ্রামের বাসিন্দা আমিনুল ইসলামের ছেলে। তারা নানা ইসলাম আলীর বাড়িতে থাকত। গত শনিবার (১০ মে) দুপুর ৩টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়রা প্রায় ১৮ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালালেও তাদের খুঁজে পাওয়া যায়নি।

আজ সকালেই নদীর তিন কিলোমিটার ভাটির দিকে হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকায় তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে।

ওসি জিল্লুর রহমান জানিয়েছেন, মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুতের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

Share this news