Bangla
2 days ago

বরিশাল জেলায় স্কুল গবেষণা কার্যক্রম অনুষ্ঠিত

Published :

Updated :

'গবেষণায় হাতে খড়ি' কর্মশালা আয়োজনের মাধ্যমে বরিশাল শহরে স্কুল গবেষণা কার্যক্রম শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (২২ মে) বরিশাল জিলা স্কুলে শহরের বিভিন্ন স্কুলের সপ্তম হতে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়, খবর প্রেসবিজ্ঞপ্তি।

আয়োজক সংগঠন চিন্তার চাষের নির্বাহী পরিচালক এস এম মেসবাহ আর রহমান এবং ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের দপ্তর সম্পাদক মো: ফাহাদ ইসলাম, কর্মশালার রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান উদ্বোধন করেন জিলা স্কুলের প্রধান শিক্ষক অনিতা রানী হালদার। 

কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মনির হোসেন, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কানিজ ফাতেমা জ্যোতি, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীমা নাসরিন, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অলিমা কাদির এবং শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নরোত্তম মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

কর্মশালায় গবেষণা কি, কেন, নৈতিকতা ও গবেষণার সম্পর্ক ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া ক্ষুদে গবেষকরা তাদের আগ্রহের ক্ষেত্র চয়ন করে যার মাধ্যমে পরবর্তীতে গবেষণা প্রস্তাব ও কাজের পদ্ধতি নির্ধারণ করা হবে। 

আগামী ১১ই অক্টোবর ২০২৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে দশম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন অনুষ্ঠিত হবে। 

দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত স্কুল গবেষণা কার্যক্রমে যে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করছে তাদের মধ্যে প্রাথমিক ভাষায় উত্তীর্ণরা এ সম্মেলনে অংশগ্রহণ করবে। 

বণিক বার্তা ও দি ফাইনান্সিয়াল এক্সপ্রেস সমগ্র আয়োজনে যথাক্রমে বাংলা ও ইংরেজি গণমাধ্যম সহযোগী।

Share this news