Bangla
2 days ago

চাকরিচ্যুত শরীফকে পুনর্বহালের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চায় দুদক

Published :

Updated :

উপসহকারী পরিচালক পদ থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনকে জ্যেষ্ঠতাসহ পুনর্বহাল করতে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তার বিরুদ্ধে লিভ টু আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করে। পরে তিনি এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে গত ৯ জুলাই হাইকোর্ট তার অপসারণকে বেআইনি ঘোষণা করে এবং ৩০ দিনের মধ্যে তাকে পুনর্বহালসহ সব পাওনা পরিশোধ ও জ্যেষ্ঠতা দিতে নির্দেশ দেয়।

শরীফ উদ্দিনের আইনজীবী মিয়া মোহাম্মদ ইশতিয়াক জানান, দুদকের করা লিভ টু আপিলের (নং-৩১৪৩/২৫) অনুলিপি তারা পেয়েছেন। আবেদনটির ওপর চলতি সপ্তাহেই চেম্বার আদালতে শুনানি হতে পারে।

এর আগে ২০২২ সালের ১৩ মার্চ শরীফ রিট করলে হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছিল, কারণ দর্শানো ছাড়াই তার চাকরিচ্যুতি কেন বেআইনি হবে না এবং কেন তাকে বেতন-ভাতা-সুবিধাসহ পুনর্বহাল করা হবে না। দীর্ঘ প্রক্রিয়া শেষে রুল অ্যাবসলিউট করে হাইকোর্ট তার পক্ষে রায় দিয়েছিল।

Share this news