Bangla
6 days ago

চীনের উপহার দেয়া ১০০০ শয্যার হাসপাতাল স্থাপনের দাবিতে পঞ্চগড়ে সাধারণ মুসল্লীদের অবস্থান কর্মসূচি

ফাইল ছবি।
ফাইল ছবি।

Published :

Updated :

চীনের অর্থায়নে উত্তরাঞ্চলে ১০০০ শয্যার প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপন করার দাবিতে রাস্তায় নেমে অবস্থান কর্মসূচি পালন করলেন বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিরা।

শুক্রবার (১৮ এপ্রিল) জুমআ’র নামাজের পর জেলার সর্বস্তরের মুসল্লিবৃন্দের আয়োজনে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে এই কর্মসূচি পালন করে তারা। কর্মসূচিতে জেলার শহরের বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিরা অংশ নেন।

অবস্থান ও মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন মসজিদের খতিবদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মাজেদুর রহমান, শাহিনুল ইসলাম, হারুন অর রশিদ, দেলোয়ার হোসেন, লিয়াকত আলী ও ময়নুল ইসলাম এবং মুসল্লিদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন রণিক ও তোফায়েল প্রধান।

ইমামদের মধ্যে জেলা শহরের জামে মসজিদের খতিব মুফতী মইনুল ইসলাম সিদ্দিকী বক্তব্যে বলেন, যেই সন্তান তার বাবার লাশ নিয়ে দিনাজপুর নিয়ে গিয়ে আবার দিনাজপুর থেকে আবার ফিরাইয়া আনতে হয়, সেই সন্তানের কষ্ট আপনাকে চোখ বন্ধ করে অনুধাবন করতে হবে। যেই স্বামী তার স্ত্রীকে প্রসূতি অবস্থায় ডেলিভারি করার জন্য রংপুরে যাওয়ার সময় রাস্তার মধ্যে তার একটা বিপদ ঘটে যায় স্ত্রীকে হারিয়ে ফেলে, সন্তানকে হারিয়ে ফেলে। তার কষ্টটা প্রধান উপদেষ্টাকে অনুধাবন করার আহবান জানিয়ে পঞ্চগড়ের মানুষের জন্য চিকিৎসা সেবা সহজতর করতে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল স্থাপনের দাবি জানান তিনি।

আরেকজন আলেম বক্তব্যে বলেন, পঞ্চগড়ে সেরকম উন্নতমানের মেডিকেল না থাকার কারণে আমি আমার স্ত্রীকে হারিয়েছি। ২০২১ সালে যখন আমার স্ত্রী অসুস্থ্য হয় তখন পঞ্চগড়ের হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তারা আমার স্ত্রীকে ট্রিটমেন্ট দিতে না পেরে রংপুর মেডিকেলে আমার স্ত্রীকে রেফার্ড করে। দীর্ঘ দেড়শত কিলোমিটার দূরত্ব থাকার কারণে আমি আমার স্ত্রীকে হারিয়েছি। এজন্য আমার ও আমাদের একটা দাবি, পঞ্চগড়ে চীনের অর্থায়নে ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চাই, চাই।

বক্তব্যে অন্যান্যরা বলেন, পঞ্চগড়ে ১০০০ শয্যার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল করার যৌক্তিকতা সবচেয়ে বেশি। উত্তরাঞ্চলের মধ্যে স্বাস্থখাতে সবচেয়ে পিছিয়ে এ জনপদ। সরকারি হাসপাতালগুলোতে পদের তিন ভাগের একভাগও চিকিৎসক নেই। রাত দুপুরে রোগী নিয়ে ছুটতে হয় রংপুর দিনাজপুর কিংবা ঢাকা। পথেই মারা যায় অনেক রোগী। এভাবেই বছরের পর বছর বৈষম্যের শিকার হয়ে আসছে পঞ্চগড়। ২০২৩ সালে পঞ্চগড়ে চীন ও বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্যোগে ১০০০ শয্যার একটি মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তি স্থাপন করা হলেও নানা ষড়যন্ত্র ও ভারতীয় মিডিয়ার নানা গুজবের কারণে তা আলোর মুখ দেখেনি। এখনো ওই হাসপাতাল করার ৩৫ একর জমি পড়ে রয়েছে। এছাড়া জেলায় ১০০০ শয্যার হাসপাতাল করার মতো খাস জমিও রয়েছে। তাই চীনের এই হাসপাতাল পঞ্চগড়ে করার দাবি জানান তারা।

Share this news