Published :
Updated :
কক্সবাজারের চকরিয়ায় পল্লী বিদ্যুতের তার জড়িয়ে মোহাম্মদ শাহেদ (২০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। বুধবার (৭ মে) সকালে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে জানিয়েছেন চকরিয়া থানার ওসি মো.শফিকুল ইসলাম।
নিহত শাহেদ (১৮) সাহারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সোলতান আহমদের ছেলে।
ওসি মো.শফিকুল ইসলাম জানিয়েছেন, সাহারবিল ইউনিয়ন পরিষদের রেলব্রিজ সংলগ্ন পল্লী বিদ্যুতের ৩৩হাজার ভোল্টের বিদ্যুতের তারের সাথে লাগোয়া স্থানীয় আবু ছৈয়দের বাড়ীতে কাজ করছিল নির্মাণ শ্রমিকরা। কাজ করার জন্য বাড়ির ২য় তলায় উঠলে হঠাৎ করে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে যাওয়ার কিছুক্ষণ পর নদীতে পড়ে যায় নির্মাণ শ্রমিক শাহেদ। পরে স্থানীয়রা নদী থেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পল্লী বিদ্যুতের চকরিয়া জোনাল অফিসের ডিজিএম মো.এমরান গনি বলেন, আমাদের বিদ্যুতের তারের সাথে জড়িয়ে নির্মাণ শ্রমিক নিহত হওয়ার খবর শুনেছি। কিভাবে তারে জডিয়েছে তদন্ত করে দেখা হবে।
ওসি মো.শফিকুল ইসলাম বলেন, মরদেহ প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
tahjibulanam18@gmail.com