Bangla
10 months ago

চকরিয়ায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

Published :

Updated :

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে গাড়ি চাপায় একজন ব্যক্তি নিহত হয়েছেন৷ শরীর থেকে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। তবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতের বয়স ৫৫ বছর হতে পারে বলে ধারণা করছেন পুলিশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে চকরিয়ার খুটাখালী মেদাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোর আনুমানিক সাড়ে ৫ টার দিকে একটি অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে লোকটি মারা যায়। খবরটি পুলিশ বরাবর পৌঁছালে পরে এসে লাশ উদ্ধার করেছে। তার দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ কৌশিক আহমেদ৷ 

তিনি জানান, সকালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত গাড়ির চাপায় তিনি নিহত হয়েছেন। তার পরিচয় শনাক্ত করতে আঙ্গুলের ছাপ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় পাওয়া না গেলে কক্সবাজারস্থ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।

Share this news