Bangla
2 days ago

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

Published :

Updated :

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে  যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন। 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বানিয়ারছড়া আমবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক পাড়ার মনোয়ার আলমের ছেলে শহিদুল ইসলাম (২৭) ও মাওলানা কামাল হোসেনের ছেলে নুরুল হক (২৫)। তবে তাৎক্ষণিকভাবে আহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। 

জানা গেছে , এসএ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কক্সবাজারের থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি বানিয়ারছড়া আমবাগান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়,  এতে ঘটনাস্থলে প্রাণ হারান অটোরিকশার দুই যাত্রী। 
 
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন। তিনি জানান, এঘটনায় গাড়ি দুটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Share this news