Published :
Updated :
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর শিক্ষার্থীরা এখনো মানসিকভাবে স্বাভাবিক হতে পারেনি। ফলে চলতি সপ্তাহেও ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আগামী সপ্তাহে ক্লাস কবে শুরু হবে, সেটিও এখনও নির্ধারণ হয়নি।
ইংলিশ শাখার অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর আলম খান জানান, শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে তিনজন কাউন্সেলর রাখা হয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীরা তাদের সঙ্গে কথা বলছেন। তবে পরিস্থিতি এখনও এমন নয় যে, পাঠদান শুরু করা যাবে।
শনিবার ক্যাম্পাসে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রবেশে বাধা ছিল না, তবে সাংবাদিক ও সাধারণ দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হয়নি।