
Published :
Updated :

আগামী ১২ ডিসেম্বর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ডোপ টেস্ট শুরু হতে যাচ্ছে। প্রথমে এফ রহমান হলের ছাত্রদের দিয়ে এই প্রক্রিয়া শুরু হবে এবং ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের শিক্ষার্থীদেরও টেস্টের আওতায় আনা হবে।
ডোপ টেস্টের পজিটিভ ফলাফল আসলে যে আসনগুলো খালি হবে, সেগুলোর জন্য মেরিট লিস্ট থেকে অপেক্ষমান শিক্ষার্থীদের মধ্যে আসন বরাদ্দ করা হবে।
ডোপ টেস্ট প্রক্রিয়ার কো-অর্ডিনেটর অধ্যাপক আতিয়ার রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, ১২ ডিসেম্বর সকাল ৯টায় টেস্টের উদ্বোধন হবে এবং এফ রহমান হলের শিক্ষার্থীদের মাধ্যমে প্রথম পর্যায়ে ডোপ টেস্ট শুরু হবে। এরপর চলমানভাবে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের শিক্ষার্থীদেরও এই টেস্ট করানো হবে।
তিনি আরও জানান, পাঁচটি নির্দিষ্ট মাদকের জন্য এই টেস্টটি করা হবে এবং পরীক্ষার জন্য আমেরিকান কিট ব্যবহার করা হবে, যেগুলো কমপক্ষে ৫টি কোম্পানি যাচাই করেছে। ১১ ডিসেম্বরের মধ্যে এফ রহমান হলের শিক্ষার্থীরা টেস্টের ফি ব্যাংকে জমা দেবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল সচেতনতা তৈরি করা। তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সামাজিক অবক্ষয় থেকে মুক্ত রাখতে চাই। এজন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিছু টাকা ভর্তুকি দিয়ে বিশ্ববিদ্যালয়ের রিসোর্স ব্যবহার করে খরচ কমানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, যদি কোনো শিক্ষার্থী গুরুতর ড্রাগ অ্যাডিকশন এর শিকার হয়ে থাকেন, তাহলে তার জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে।
শুরুতে ৯৫০ টাকার বিনিময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডোপ টেস্ট করানোর কথা থাকলেও, পরবর্তীতে এটি পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ল্যাব ব্যবহার করা হয়েছে। টেস্টের জন্য ৩৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং নিরাপত্তাকর্মীদেরও ডোপ টেস্টের আওতায় আনা হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.