Published :
Updated :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বাস দুর্ঘটনায় একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
নিহত ব্যক্তি মো. করিম (৪৫) চন্দনাইশের দক্ষিণ হাসিমপুর বড়পাড়া এলাকার বাসিন্দা ছিলেন। দুর্ঘটনায় আহতদের পরিচয় জানা যায়নি।
দোহাজারী হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, বাসটি উদ্ধার করা হয়েছে। তবে, চালক পলাতক আছেন।