Bangla
4 hours ago

দীর্ঘ ১৫ বছর পর দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা দুলু

Published :

Updated :

রংপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী ও এমপি, বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলুকে খালাস দিয়েছেন রংপুরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো. হায়দার আলী।

২০১০ সালে তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে রংপুর দুর্নীতি দমন কমিশন।

দীর্ঘ ১৫ বছর পরে, আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে ওই মামলায় রায় প্রদান করে তাকে খালাস দেওয়া হয়। খালাসের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী হারুন উর রশিদ।

রায়ে বলা হয়, সাবেক মন্ত্রী ও এমপি বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু আদালতে হাজির হলে, রাষ্ট্রপক্ষ উক্ত মামলায় অভিযোগ প্রমাণ করতে না পারায় দুর্নীতি মামলায় খালাস প্রদান করেন রংপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মো. হায়দার আলী।

রায় ঘোষণার পরে আদালত প্রাঙ্গণে তাঁর পক্ষের আইনজীবী এবং বিএনপি নেতা-কর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

রায় ঘোষণার পরে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের বলেন, “তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবাহী দুদকের কর্মকর্তারা মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে আমাকে হয়রানি করেছে। আমি কখনো অনিয়ম বা দুর্নীতির সাথে জড়িত ছিলাম না। সেটি আজ আদালতে প্রমাণিত হয়েছে।”

sayedmofidulbabu@gmail.com 

Share this news