Bangla
3 days ago

দীর্ঘ বিরতির পর ফের ক্যামেরার সামনে আহমেদ শাব্বির রোমিও

Published :

Updated :

দীর্ঘ বিরতির পর সাংবাদিক ও অভিনেতা আহমেদ শাব্বির রোমিও ফের ক্যামেরার সামনে হাজির হয়েছেন একজন শ্রমিক নেতার চরিত্রে। এক বছরের চিকিৎসার পর তিনি স্বাস্থ্যজনিত কারণে অভিনয় থেকে দূরে ছিলেন।

রোমিও বলেন, “এই টেলিফিল্মটি সমসাময়িক বাস্তবতার ওপর ভিত্তি করে নির্মিত এবং মালিক ও শ্রমিকের মধ্যে বৈষম্যের গল্প ফুটিয়ে তোলে। আমি শ্রমিক নেতার চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। আশা করি দর্শকরা এটি ভালোভাবে গ্রহণ করবেন।”

পরিচালক কামরুল হাসান ফুয়াদ বলেন, “এই টেলিফিল্মের জন্য আমাকে একজন বয়সী অভিনেতা লাগছিল শ্রমিক নেতার চরিত্রে। রোমিও ভাই অসুস্থ থাকায় আমি ভাবছিলাম তিনি কি পারবেন। কিন্তু অসুস্থতার মধ্যেও তিনি চমৎকার অভিনয় করেছেন এবং চরিত্রে প্রাণ ঢেলে দিয়েছেন। দর্শকরা টেলিফিল্মটি দেখার পর এটি বুঝতে পারবেন।”

রোমিওর পাশাপাশি টেলিফিল্মে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, জান্নাতুন নূর (মিম), তারিকুজ্জামান ট্যাপন, সিয়াম নাসির, নায়সা হাসান সাইবিন, জাকির রুবেল, জিহাদ হাসান সাইবিন, সালাউদ্দিন, জুম্মন, শামিম রেজা, বাদশা এবং রাসেল আহমেদ।

“কারখানার গেট বন্ধ হলে শুধু যন্ত্রই থেমে থাকে না। হাজার হাজার স্বপ্ন থমকে যায়, অগণিত পরিবার ভেঙে পড়ে।” এমন গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে টেলিফিল্ম “গার্মেন্টস বন্ধ”।

টেলিফিল্মটি লিখেছেন, পরিচালনা করেছেন, সম্পাদনা ও রঙিন করা করেছেন কামরুল হাসান ফুয়াদ, পূর্ণ সহযোগিতা পেয়েছে কে. এইচ. এফ প্রোডাকশন থেকে। চ্যানেল আই-এর প্রযোজনায় তৈরি হয়েছে এই টেলিফিল্ম।

টেলিফিল্মটি চ্যানেল আই-তে সম্প্রচারিত হবে শুক্রবার, ২৯ আগস্ট, দুপুর ৩টায়।

 

Share this news