
Published :
Updated :

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৮ জন। এর মধ্যে ৮৯ জনই বরিশাল বিভাগের বাসিন্দা।
বৃহস্পতিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটিতে আক্রান্ত ১০ জন, চট্টগ্রামে ৪, ঢাকায় ৩ এবং ঢাকা উত্তর ও রাজশাহীতে একজন করে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু ও তরুণ।
এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ছিলেন ২৮৮ জন, যার মধ্যে ২৬১ জনই বরিশালের। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বরিশাল অঞ্চলে ডেঙ্গু পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে, প্রয়োজন জোরালো প্রতিরোধ ব্যবস্থা।

For all latest news, follow The Financial Express Google News channel.