Bangla
16 hours ago

দেশে ডেঙ্গু আক্রান্তে আরও ৪ জনের মৃত্যু, নতুন রোগী ৮১৪

Published :

Updated :

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই চারজনের মৃত্যু হয়। এতে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৩ জনে।

নতুন ভর্তি ৮১৪ জনের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১২ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১২৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭০ জন, দক্ষিণ সিটিতে ১০৭ জন, খুলনায় ৪১ জন, ময়মনসিংহে ৪৬ জন, রাজশাহীতে ৪০ জন, রংপুরে ৪১ জন এবং সিলেট বিভাগে পাঁচজন রয়েছেন।

এদিকে গত এক দিনে সারা দেশে ৮১৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৫২১ জনে।

Share this news