ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসন সুবিধা নিশ্চিত ও আবাসন বৃত্তির দাবি ছাত্রদলের
Published :
Updated :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের জন্য যথাযথ আবাসন সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে হলে সিট না পাওয়া শিক্ষার্থীদের জন্য ‘আবাসন বৃত্তি’ চালুর আহ্বান জানিয়েছে সংগঠনটি।
রবিবার (২৯ জুন) সংগঠনের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল এই দাবি জানায়।
বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম-গণরুমের মতো জবরদস্তিমূলক সংস্কৃতি আবার ফিরে আসার আশঙ্কা থেকে শিক্ষার্থীরা মুক্তি চায়। প্রশাসনের উচিত প্রতিটি হলে আবেদনকারী শিক্ষার্থীদের সিট নিশ্চিত করা। যারা সিট পাবে না, তাদের যেন আবাসন বৃত্তির মাধ্যমে সহায়তা দেওয়া হয়।
ছাত্রদল আরও জানায়, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া শিক্ষাজীবন যেন কোনোভাবেই বিগত সময়ের মতো সন্ত্রাসী সংস্কৃতির পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করে, অতীতে ক্ষমতাসীন ছাত্রসংগঠনের নেতৃত্বে শিক্ষার্থীদের উপর গেস্টরুম নির্যাতন, অপমানজনক আচরণ এবং গণরুমে মানবেতর অবস্থায় রাখার অভিযোগ ছিল। এসব সংস্কৃতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি বলে উল্লেখ করেন ছাত্রদলের নেতারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বিগত সময়ে যেসব ব্যক্তি গেস্টরুম-গণরুম নির্যাতনে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রীয় আদর্শ ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’-এর ভিত্তিতে গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও মেধানির্ভর শিক্ষাব্যবস্থার পক্ষে তারা কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায়, ঢাবিতে একটি সহনশীল, শিক্ষার্থীবান্ধব, সৃজনশীল ও অপরাজনৈতিক আবাসন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।