
Published :
Updated :

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
গত তিন আসরে বাঁহাতি এই পেসার খেলেছেন কুমিল্লার হয়ে। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে এবারের আসরে অংশ নিচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ানস। তাই ঢাকা ক্যাপিটালস মোস্তাফিজকে ডেকে নেয় নিজের দলে।
সবকিছু ঠিক থাকলে বিপিএলের আগামী মৌসুমে ঢাকা ক্যাপিট্যালসের হয়ে মাঠ মাতাবেন মোস্তাফিজুর রহমান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলে ৭০ ম্যাচে ৯২ উইকেট নেয়া এই পেসারের পঞ্চম দল এটি। এর আগে ঢাকা ডাইনামাইটস, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লার হয়ে খেলেছেন তিনি।
বাঁহাতি এই পেসারকে দলে পেতে বেশ বেগ পেতে হয়েছে ফ্রাঞ্চাইজিটির। দুই ফ্র্যাঞ্চাইজিকে টেক্কা দিয়ে শেষ পর্যন্ত এক কোটি টাকায় ফিজকে দলে টেনেছে ঢাকা। এবারের আসরের জন্য এটিই তার প্রথম সাইনিং। এবার ঢাকার মালিকানা কিনেছে ঢালিউড তারকা শাকিব খানের প্রসাধনী প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান।

For all latest news, follow The Financial Express Google News channel.