Bangla
2 days ago
ঢাকা-মাওয়া মহাসড়কে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষ: নিহত ৫, আহত ৬
Published :
Updated :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া মহাসড়কে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে পাঁচজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির প্রধান আব্দুল কাদের জিলানী জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, একজন মহিলার মৃতদেহ পুলিশ ফাঁড়িতে রয়েছে এবং বাকি আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফারুক বলেন, “এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত চারজনের মৃতদেহ হাসপাতালে রয়েছে। দুর্ঘটনায় আহত আরও ছয়জন চিকিৎসাধীন।”