Bangla
3 days ago

ডিএমপির ৭ পুলিশ পরিদর্শকের একযোগে বদলি

Published :

Updated :

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার সাত কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। রবিবার (২৯ জুন) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীর স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে এ বদলির সিদ্ধান্ত নেওয়া হয়।

বদলি করা কর্মকর্তারা হলেন—ডিএমপির লাইনওআরে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান, আজিজুর রহমান, মো. মফিজ উদ্দিন, মো. আব্দুর রহিম মোল্লা ও শেখ ফরিদ উদ্দিন। এ ছাড়া উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র) মো. হাফিজুর রহমান এবং গুলশান থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র) মো. মাহমুদুর রহমানও বদলির তালিকায় রয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে উল্লিখিত পদে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ডিএমপির এ ধরনের একযোগে বদলি সাধারণত প্রশাসনিক পুনর্বিন্যাস, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, কার্যকর দায়িত্ব বণ্টন কিংবা বিশেষ পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত হয়। তবে এবার ঠিক কী কারণে এই সাত কর্মকর্তার একযোগে বদলি, সে বিষয়ে ডিএমপির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পুলিশ প্রশাসনের অভ্যন্তরে এমন রদবদল নতুন নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিশীলতা ও কর্মদক্ষতা বজায় রাখতে নিয়মিত এ ধরনের পরিবর্তন আনা হয়ে থাকে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

Share this news