Bangla
6 days ago

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসশূন্য ১৩ বিদ্যালয়

Published :

Updated :

রংপুর বিভাগের দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১৩টি বিদ্যালয় থেকে কেউ পাস করেনি। পাসশূন্য ১৩ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৮ জন।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই)দুপুরে বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর পাঠানো পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

পাসশূন্য বিদ্যালয়গুলো হলো; রংপুর জেলার পীরগাছা উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ উপজেলার ছোট উজিরপুর উচ্চবিদ্যালয়, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গরিদাহা উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, নীলফামারী জেলার ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদর উপজেলার পূর্ব কুমারপুর উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী উপজেলার পায়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ী উপজেলার নাজার মামুদ উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট সদর উপজেলার পশ্চিম বড়ুয়া রোটারী উচ্চ বিদ্যালয়, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাত কামার উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সানুয়া উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় এবং পঞ্চগড় জেলার বোদা উপজেলার ডাবর ভাঙ্গা উচ্চ বিদ্যালয়।

উল্লেখ্য, এ বছর দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ১ লাখ ৮২ হাজার ৪১০ জন শিক্ষার্থী। তার মধ্যে পাস করেছে মোট ১ লাখ ২২ হাজার ১৪৬ জন। গড় পাসের হার ৬৭ দশমিক ০৩ শতাংশ।

Share this news