Bangla
2 days ago

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

Published :

Updated :

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার সকাল ৬টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে উপজেলার বাবলু ফার্মের সামনে এ ঘটনা ঘটে বলে জানান দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার ওসি ওমর ফারুক।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলা অ্যাকাউন্টস অফিসের অডিটর মো. জুলফিকার আলি (৪০), দিনাজপুর জেলা অ্যাকাউন্টস অফিসের সুপারিনটেনডেন্ট মো. দেলোয়ার হোসেন (৫০), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা অ্যাকাউন্টস অফিসের অডিটর মো. ইমরুল হাসান (৪৫) এবং মাইক্রোবাস চালক মানিক হোসেন (৪২)।

আহতরা হলেন- ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দ নগর মুন্সিহাট এলাকার আজগর আলী ছেলে মিজানুর রহমান সরকার (৫০), শরিফুল ইসলামের ছেলে আল মামুন (৪০) এবং দিনাজপুরের বিরামপুর উপজেলার ধানঘড়া এলাকার মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে নাহিদ হোসেন (৩২)। তারা ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে দশমাইল হাইওয়ে থানার ওসি ওমর ফারুক বলেন, ঠাকুরগাঁও থেকে সাতজন মাইক্রোবাসে করে ট্রেনিংয়ের জন্য রংপুর যাচ্ছিলেন। তারা ঠাকুরগাঁও জেলা অ্যাকাউন্টস অফিসে কর্মরত। পথে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেলা হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক রকিবুল আলম চয়ন বলেন, তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আর একজন হাসপাতালে আনার পর মারা যান। এ ছাড়া তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

Share this news