Bangla
2 days ago

দিনের শুরুতে শেয়ারবাজারে তীব্র পতন, বিনিয়োগকারীদের আস্থাহীনতায় বাজারে চাপে

Published :

Updated :

সপ্তাহের প্রথম দিন তীব্র পতনের মধ্য দিয়ে শুরু হয়েছে শেয়ারবাজার।  বাজার বিশেষজ্ঞরা জানান, বাজারে হতাশাজনক পরিস্থিতি অব্যাহত থাকার কারণে আতঙ্কিত বিনিয়োগকারীরা আরও বড় ক্ষতির হাত থেকে বাঁচতে শেয়ার বিক্রি করে দেয়ার ফলে বাজারের ওপর চাপ তৈরি হচ্ছে। 

যদিও নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলো বাজারকে স্থিতিশীল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে তাৎক্ষণিক সমাধানের অভাবে বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ট্রেডিং সেশনের শুরু থেকেই আতঙ্কিত বিনিয়োগকারীরা তাদের শেয়ার বিক্রি করতে শুরু করে, যার ফলে প্রথম দেড় ঘণ্টার মধ্যে বাজার সূচকগুলো ব্যাপক পতনের সম্মুখীন হয়।

রোববার (২৭ এপ্রিল) বেলা ১১:৩০ টার দিকে প্রথম দেড় ঘণ্টার ট্রেডিং শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট বা শূণ্য দশমিক ৮০ শতাংশ পড়ে ৪ হাজার ৯৩২ পয়েন্টে নেমে আসে. 

এদিকে অবিরত বাজার পতনের কারণে অনেক মার্জিন অ্যাকাউন্টে বাধ্যতামূলক বিক্রি শুরু হয়, যা সূচকের পতনকে আরও তীব্র করে তোলে।

 ৩০টি প্রধান কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৮২৬ পয়েন্টে দাঁড়ায়, আর শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী ডিএসইএস সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৮৯ পয়েন্টে নেমে আসে।

বাজারের আরেকটি গুরুত্বপূর্ণ সূচক, টার্নওভার, কম ছিল এবং তখন এটি ছিল ১ হাজার ৭০ কোটি টাকা।

এ সময়ের মধ্যে ডিএসই ট্রেডিং ফ্লোরে ২৪০টি শেয়ার মূল্য হারিয়েছে, ৮৬টি শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে এবং ৬২টি শেয়ার অপরিবর্তিত ছিল। সবচেয়ে বেশি লেনদেন হওয়া শেয়ার ছিল বিচ হ্যাচারির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) তীব্র পতন দেখা গেছে, যেখানে অল শেয়ার প্রাইস ইনডেক্স (সিএএসপিআই) ১১ দশমিক ৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৪০ পয়েন্টে নেমে আসে, এবং সিলেকটিভ ক্যাটেগরিজ ইনডেক্স (সিএসসিএক্স ) ৭৫ পয়েন্ট কমে ৮ হাজার ৪৫০ পয়েন্টে নেমে আসে। 

babulfexpress@gmail.com

Share this news