Bangla
2 days ago

দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে: সিইসি

Published :

Updated :

বর্তমানে দিনের ভোট রাতের মধ্যে করার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

আজ সকাল ১০টায় চলমান ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ভোটে কোন ধরনের কারচুপি হবে না উল্লেখ করে তিনি আরও জানান, নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। 

কমিশনের সিদ্ধান্তগুলো সব সদস্যের সম্মিলিত মতামতের ভিত্তিতে নেয়া হয় উল্লেখ করে তিনি বলেন, এককভাবে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয় না।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, শপথ নেওয়ার দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, তাই নির্বাচন কমিশনের কোন ভূমিকা নেই। 

সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক এবং এতে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার উপজেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।

Share this news