Published :
Updated :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির না হওয়ায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
বুধবার (১৪ মে) তিনি বলেন, টিউলিপ উপস্থিত না হওয়ায় এখন আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও জানান, যেসব দেশের সঙ্গে বহিঃসমর্পণ চুক্তি রয়েছে, সেসব দেশ থেকে পলাতকদের ফিরিয়ে আনতে আইনগত সমস্যা হবে না।